বেনাপোলে ২৩৯ কচ্ছপ জব্দ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/08/31/photo-1441034195.jpg)
বেনাপোলের বারোপোতা সীমান্তে ভারত থেকে পাচার হয়ে আসা ২৩৯টি বিরল প্রজাতির কচ্ছপ আজ দুপুরে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। ছবি : এনটিভি
বেনাপোলের বারোপোতা সীমান্তে ভারত থেকে পাচার হয়ে আসা ২৩৯টি বিরল প্রজাতির কচ্ছপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় এ ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি।
২৩ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল আবদুর রহিম জানান, বেনাপোলের বারোপোতা সীমান্ত দিয়ে বিপুল বিরল প্রজাতির কচ্ছপের একটি চালান পাচার হয়ে বেনাপোল আসছে- গোপনে এ ধরনের সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা আজ সোমবার দুপুরে সেখানে অভিযান চালান। এ সময় পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
জব্দ কচ্ছপ যশোর বনবিভাগে হস্তান্তর করা হয়েছে। এর আনুমানিক মূল্য ২০ লাখ টাকা হবে বলে জানান বিজিবি কর্মকর্তা।