নির্ধারিত সময়েও পাকেনি চাঁপাইনবাবগঞ্জের আম

আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জের আম বাজারজাত করণের নির্ধারিত দিনেও পরিপক্ব হয়নি। এ কারণে এখনো বাজারে নামেনি এখানকার আম। বাজারঘুরে হাতে গোনা দুই তিন ডালি আম দেখা গেছে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী আজ মঙ্গলবার থেকে গুটি জাতের আম সংগ্রহের কথা ছিল। বাণিজ্যিক জাত গোপালভোগ বাজারে নামবে আগামী ২৫ মে থেকে। এরপর বাজারে আসবে অন্যান্য জাতের আম।
চাঁপাইনবাবগঞ্জের আম চাষি ও ব্যবসায়ীরা জানিয়েছে, এই জেলায় এখনো আম পরিপক্ব হয়নি। এ বছর আম পাকতে কিছুটা দেরি হচ্ছে। তাই তারা গাছ থেকে আম পাড়ছে না।
চাষিরা ধারণা করছে, আম পরিপূর্ণভাবে পাকতে আরো সপ্তাহখানেক সময় লাগবে। তখনই জমজমাট রূপ পাবে চাঁপাইনবাবগঞ্জের আমের বাজার।
এদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, জেলার ২৯ হাজার ৫১০ হেক্টর জমির আম বাগানে এবার প্রায় আড়াই লাখ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
স্থানীয় এক আমচাষি বলেন, ‘আজকে ২০ তারিখ আম ভাঙার কথা ছিল। কিন্তু আমাদের বাগানে ওই রকম আম পাকা দেখা যায়নি, তাই আমরা ভাঙিনি। আমরা ১০-১২ রোজার মধ্যে আম ভাঙব (পাড়ব)।’