স্কুলে ঢুকে উত্ত্যক্ত, ট্রাকচালককে সাজা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় নবম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে এক ট্রাকচালককে চার মাসের জেল ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার উপজেলার রওশন আরা জলিল উচ্চ বিদ্যালয়ে ঢুকে উত্ত্যক্ত করার সময় সজীব (২২) নামের ওই ট্রাকচালককে আটক করে সাজা দেওয়া হয়।
স্কুলছাত্রীর বাবা জানান, ছয়-সাতদিন ধরে চর চারতলা গ্রামের ট্রাকচালক সজীব তাঁর মেয়েকে স্কুলে যাওয়ার পথে বিভিন্নভাবে উত্ত্যক্ত করছিল। এরই একপর্যায়ে আজ সকাল ৯টার দিকে তাঁর মেয়ে স্কুলে যাওয়ার পথে উত্ত্যক্ত করতে থাকে সজীব। একপর্যায়ে তাঁর মেয়ে রওশন আরা জলিল উচ্চ বিদ্যালয়ের ভেতরে প্রবেশ করলে সেখানে ঢুকেও তাকে বিরক্ত করতে শুরু করে সজীব। এ সময় বিদ্যালয়ের নিরাপত্তারক্ষী সজীবকে ধরে শিক্ষকদের খবর দেন।
পরে শিক্ষকরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সন্দীপ কুমার সিংহকে খবর দেন। তিনি স্কুলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে সজীবকে চার মাসের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ডের আদেশ দেন।
আশুগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সেলিম উদ্দিন জানান, সজীবকে ব্রাহ্মণবাড়িয়া আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে বিদ্যালয়ে যাতায়াতের পথে এই ধরনের ঘটনা ঘটায় নিজেদের সন্তানদের নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন অন্য অভিভাবকরা।