ইজিবাইক চলতে দেওয়ার দাবিতে সড়ক অবরোধ

মহাসড়কসহ সব রাস্তায় ব্যাটারিচালিত তিন চাকার বাহন বা ইজিবাইক চলতে দেওয়ার দাবিতে এবং দুই ইজিবাইকচালককে মারধরের প্রতিবাদে মেহেরপুরে দিনভর সড়ক অবরোধের পর বিকেলে অবরোধ প্রত্যাহার করেছে ইজিবাইকচালকরা।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের ওয়াপদা মোড়ে অবস্থান নিয়ে মেহেরপুর-কুষ্টিয়া এবং মেহেরপুর-চুয়াডাঙ্গা মহাসড়ক অবরোধ করে ইজিবাইকচালকরা।
মেহেরপুর জেলা বাস মালিক সমিতির অভিযোগ, অবরোধকারীরা দুটি বাস ভাঙচুর করেছে।
সকালে ওয়াপদা মোড়ে ইজিবাইক চালক-মালিকরা জড়ো হয়ে সড়ক অবরোধ করে। বাসমালিকদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে জেলার সকল সড়কে ইজিবাইক চলতে দেওয়ার দাবি জানায় তারা।
জেলা ইজিবাইক মালিক সমিতির সভাপতি সাজ্জাদুল আনাম জানান, ইজিবাইক চলাচলে বাধা দিলে কয়েকদিন আগে মালিক সমিতির পক্ষ থেকে এ আন্দোলন শুরু হয়। এর মধ্যে গতকাল পন্ডেরঘাট এলাকায় দুজন ইজিবাইকচালককে মারধর করে বাসশ্রমিকরা।
জেলা বাসমালিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম রসুল জানান, জেলার ৭০টি সড়কে ইজিবাইক চলাচল করে। সেসবে বাধা দেওয়া হয়নি। এমনিতে বাস চলাচলা করে এমন সড়কের সংখ্যা কম। তাই এসব সড়কে ইজিবাইক চলাচল করলে অর্থনৈতিক ক্ষতির মুখে পড়ে যায় বাস মালিক-শ্রমিকরা। এ কারণে বাস চলাচলের চারটি সড়কে ইজিবাইক বন্ধ করার দাবি জানানো হয়।
তিনি বলেন, ইজিবাইকের চালকরা অবরোধের সময় দুটি বাস ভাঙচুর করেছে।
এদিকে অবরোধকারীদের সঙ্গে আলোচনা করে অবরোধ প্রত্যাহার করানোর চেষ্টা করছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার আহমার উজ্জামান এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব। অতিরিক্ত পুলিশ সুপার জানান, পুনরায় বৈঠক করে বিষয়টির সমাধান করা হবে। আপাতত অবরোধকারীদের অবরোধ তুলে নিতে বলা হয়েছে।