শিবালয়ে দুটি আগ্নেয়াস্ত্রসহ ২ জন গ্রেপ্তার
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/09/01/photo-1441110223.jpg)
মানিকগঞ্জের শিবালয় উপজেলার নিহালপুর গ্রাম থেকে গতকাল সোমবার রাতে দেশীয় তৈরি দুটি শাটার গান উদ্ধার করেছে র্যাব-৪ ঢাকার সাভার ক্যাম্পের একটি দল। এ সময় আগ্নেয়াস্ত্র বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে আটক করা হয়। আজ মঙ্গলবার দুপুরে শিবালয় থানার পুলিশের কাছে তাঁদের হস্তান্তর করেন র্যাব সদস্যরা।
আটক হওয়া ব্যক্তিরা হলেন রাজবাড়ী সদর উপজেলার ওড়াকান্দি গ্রামের মো. সিদ্দিকুর রহমান (৩২) ও আলীপুর গ্রামের মো. রবিউল মল্লিক (২৩)।
পুলিশ এবং র্যাব-৪ সূত্র জানায়, গতকাল রাত সাড়ে ৮টার দিকে ক্রেতা সেজে নিহালপুর এলাকায় অস্ত্র কিনতে যায় র্যাব ৪-এর একটি দল। এ সময় দেশীয় তৈরি দুটি শাটার গানসহ রবিউল ও সিদ্দিকুরকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের র্যাব ক্যাম্পে নেওয়া হয়। আজ দুপুর ১টার দিকে তাঁদের শিবালয় থানায় হস্তান্তর করা হয়।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, উদ্ধার হওয়া অস্ত্র দুটি দেশীয় তৈরি শাটার গান বলে ধারণা করা হচ্ছে। তবে বিশেষজ্ঞদের দিয়ে পরীক্ষা-নিরীক্ষার পর অস্ত্রটির নাম সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ব্যাপারে আটক দুজনের বিরুদ্ধে অস্ত্র আইনে থানায় একটি মামলা হয়েছে।