ধর্ষণের শিকার নারী শ্রমিক নিখোঁজ

ঢাকার এক পোশাক কারখানার ভেতরে ধর্ষিত হওয়ার পরের দিন থেকে এক নারী শ্রমিক নিখোঁজ রয়েছেন বলে দাবি করেছে তাঁর পরিবার।
নিখোঁজ হওয়ার পর সাতদিন পেরিয়ে গেলেও ওই নারীকে উদ্ধার করতে পারেনি পুলিশ, তবে এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে।
নিখোঁজ নারীর ভাই আজ মঙ্গলবার সাভার মডেল থানায় অভিযোগ দায়েরের পর পুলিশ ওই সন্দেহভাজনকে গ্রেপ্তার করে।
ওই নারী সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর এলাকার আশা প্লাজায় অবস্থিত বদরুন্নেছা সোয়েটার কারখানায় কাজ করতেন বলে জানিয়েছেন তাঁর ভাই।
ভাই আরো অভিযোগ করেন, ২৫ আগস্ট কারখানায় কাজ করার সময় রাত ৯টার দিকে টয়লেটে গিয়েছিলেন ওই শ্রমিক। সে সময় কারখানার বৈদ্যুতিক মিস্ত্রি ইউনুস ওই নারীকে জোর করে ধরে তিন তলা থেকে নিচতলার বয়লার রুমে নিয়ে যান এবং ধর্ষণ করেন। এ ঘটনা কারখানার কয়েকজন শ্রমিক দেখে ফেললে বিষয়টি ওই ফ্লোরের সব শ্রমিকের জানা হয়ে যায়। নারীটি পরের দিন, ২৬ আগস্ট, কাজে গিয়েছিলেন, কিন্তু দুপুরের পর থেকে তাঁকে আর খুঁজে পাওয়া যায়নি।
এ ঘটনায় নিখোঁজ মহিলার ভাই বাদী হয়ে আজ মঙ্গলবার দুপুরে অভিযুক্ত ইউনুসের বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরে ইউনুসকে আটক করা হয়।
এ বিষয়ে থানার উপপরির্দশক মো. নাসির উদ্দিন বলেন, অভিযুক্ত ইউনুসকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে পরে ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনাটির বিষয়ে ওই পোশাক কারখানার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানায়- ঘটনার কয়েকদিন পর বিষয়টি তারা জানতে পেরেছে। যেটুকু জেনেছে, সেটুকু পুলিশকে জানানো হয়েছে বলেও দাবি করে কারখানা কর্তৃপক্ষ।