ব্লগার ওয়াশিকুর হত্যা : পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র

ব্লগার ওয়াশিকুর রহমান বাবু হত্যা মামলায় পাঁচজনকে অভিযুক্ত করে মঙ্গলবার সকালে আদালতে অভিযোগপত্র দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
অভিযুক্তরা হলেন জিকরুন্নাহ ওরফে হাসান, আরিফুল ইসলাম, সাইফুল ইসলাম, মো. জুনায়েদ ওরফে তাহের ও হাসিব ওরফে আব্দুল্লাহ। এঁদের মধ্যে মো. জুনায়েত ওরফে তাহের ও হাসিব ওরফে আব্দুল্লাহ পলাতক রয়েছেন।
পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা বাসস জানায়, গত ৩০ মার্চ সকালে রাজধানীর হাতিরঝিল সংলগ্ন তেজগাঁও শিল্পাঞ্চল থানার বেগুনবাড়ী এলাকায় বাসা থেকে বের হওয়ার সময় ব্লগার ওয়াশিকুর রহমান বাবু খুন হন।
নিহতের ভগ্নিপতি মনির হোসেন এ ব্যাপারে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। অভিযুক্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ওয়াশিকুর রহমান বাবুকে খুন করেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়।
ব্লগে ধর্ম নিয়ে লেখালেখি করায় আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যরা ওয়াশিকুর রহমান বাবুকে কুপিয়ে হত্যা করেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।
ঘটনার দিন দৌড়ে পালিয়ে যাওয়ার সময় জনতা ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে। পরবর্তী সময়ে রিমান্ডে জিজ্ঞাসাবাদে তাঁরা এ হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা পুলিশের কাছে স্বীকার করেন।