ব্লগার ওয়াশিকুর হত্যায় দুজন রিমান্ডে
রাজধানীতে ব্লগার ওয়াশিকুর রহমান বাবু (২৬) হত্যায় গ্রেপ্তার দুজনকে আট দিনের পুলিশি রিমান্ডে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে পুলিশের আবেদনে ঢাকা মহানগর হাকিম আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।
গতকাল সোমবার সকালে ঢাকার তেজগাঁও শিল্প এলাকার দক্ষিণ বেগুনবাড়ীতে ব্লগার ওয়াশিকুরকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনাস্থল থেকে জিকরুল্লাহ ও আরিফুল ইসলাম নামের দুজনকে অস্ত্রসহ আটক করে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী।
এদের মধ্যে জিকরুল্লাহ (২০) চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার ও আরিফুল (২০) মিরপুর সেকশন দারুল উলুম মাদ্রাসার ছাত্র। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এরা দুজন পুলিশকে জানান, ফেসবুক ও ব্লগে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে লেখালেখি করায় তারা ওয়াশিকুরকে হত্যা করেন। মতাদর্শগত পার্থক্যের কারণেই ওয়াশিকুর রহমানকে হত্যার সিদ্ধান্ত নেন বলে এঁরা জানিয়েছেন।
রাতে এ ঘটনায় ওয়াশিকুর রহমান বাবুর ভগ্নিপতি মনির হোসেন মাসুদ তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় জিকরুল্লাহ ও আরিফুল ছাড়াও তাহের ও মাসুম নামের আরো দুই যুবকের নাম রয়েছে।
বার্তা সংস্থা ইউএনবি জানায়, আজ দুপুরে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও হত্যা মামলার তদন্ত কর্মকর্তা মিজানুর রহমান মহানগর হাকিম ইউনুস খানের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন জানান। শুনানি শেষে বিচারক তাঁদের আট দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত ২৬ ফেব্রুয়ারি বইমেলা থেকে বের হওয়ার পথে অভিজিৎ রায় ও তাঁর স্ত্রী রাফিদা আহমেদ বন্যার ওপর হামলা চালানো হয়। চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে ফিরে যান বন্যা।