নীলফামারীতে প্রতীমা ভাঙচুর

নীলফামারীর ডিমলা উপজেলার সদর ইউনিয়নের একটি মন্দিরের প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাতে জেলার ডিমলা উপজেলার সদর ইউনিয়নের রামডাঙ্গা পুরান থানা শ্রীশ্রী সার্বজনীন দুর্গামন্দিরের ভেতরে কালী, জয়া ও বিজয়া প্রতিমা ভাঙচুর করে এবং মন্দিরের বাইরে শিবমূর্তি ফেলে রাখে দুর্বৃত্তরা। এ সময় দুর্গামন্দিরসংলগ্ন বিষ্ণু মন্দিরের বেড়া কেটে ফেলে তারা।
ভাঙচুর করা মন্দিরটি রামডাঙ্গা গ্রামের জয়দেব চন্দ্রের উঠানে স্থাপিত। ঘটনাস্থলে সকাল থেকে পুলিশ মোতায়েন করা হয়েছে।
জয়দেব চন্দ্রের স্ত্রী অঞ্জনা রানী (৩৫) বলেন, ‘রাত সাড়ে ৩টার দিকে মন্দিরের ভেতরে শব্দ শুনতে পেয়ে বের হয়ে দেখি, মন্দিরের মূর্তিগুলো ভেঙে ফেলা হয়েছে।’
এলাকাবাসী জানায়, পারিবারিক কলহের জেরে তাঁরা প্রতিপক্ষকে ফাঁসাতে এ কাজটি করেছে।
ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজাউল করিম ও ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন খান বলেন, পারিবারিক বিরোধ ও সীমানা নিয়ে দ্বন্দ্বে মন্দির ভাঙচুরের ঘটনা ঘটতে পারে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।