ইজিবাইক চলাচল বন্ধের দাবিতে মেহেরপুরে পরিবহন ধর্মঘট

বাস ভাঙচুরের প্রতিবাদ এবং মেহেরপুর-কাথুলি ও মেহেরপুর-মহাজনপুর সড়কে ইজিবাইক বন্ধের দাবিতে মেহেরপুরে চলছে পরিবহন ধর্মঘট। সকাল থেকে জেলার সব পথে বাস চলাচল বন্ধ রয়েছে। তবে দূরপাল্লার পরিবহন চলাচল করছে। আজ সন্ধ্যার মধ্যে দাবি মানা না হলে রাত থেকে সব ধরনের দূরপাল্লার বাস, ট্রাক ও মাইক্রোবাস চলাচল বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন পরিবহন নেতারা।
মেহেরপুর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম রসুল বলেন, সোমবার বিকেলে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেনসহ প্রশাসনের সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, মেহেরপুর-কাথুলি সড়কের কায়েমকাটার মোড় ও মেহেরপুর-মহাজনপুর সড়কের নূরপুর পর্যন্ত ইজিবাইক চলাচল করবে। অথচ মঙ্গলবার সকালে ইজিবাইক চালকরা তিনটি বাস ভাঙচুর করে বাস চলাচল বন্ধ করে দেয়। এ ঘটনায় একজন বাস মালিককেও লাঞ্ছিত করা হয় বলে দাবি করেন তিনি। বিষয়টি সমাধান না হওয়া পর্যন্ত ও দাবি মানা না হলে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হবে বলেও তিনি জানান।
জেলা ইজিবাইক মালিক ও চালক সমিতির সভাপতি সাজ্জাদুল আনাম জানান, বাস মালিক সমিতির পক্ষ থেকে ইজিবাইক চলাচলে বাধা দিলে গত কয়েক দিন আগে থেকে আন্দোলন শুরু হয়। জেলার দুটি রুটে অটোরিকশা চলাচলের দাবিতে জেলার বিভিন্ন সড়কে অবরোধ করা হয়েছিল। এতে বাস শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে শহরে লাঠিসোটা নিয়ে তাড়িয়ে বেশ কয়েকটি ইজিবাইক ভাঙচুর করে।
পুলিশ সুপার হামিদুল আলম জানান, আবারো উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে উদ্ভূত পরিস্থিতির সুষ্ঠু সমাধান করা হবে।