মেহেরপুরে হেরোইন বহনকারীকে যাবজ্জীবন

হেরোইন বহনের দায়ে রিপন হোসেন (৩০) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রবিউল হাসান এ রায় ঘোষণা করেন।
দণ্ড পাওয়া রিপন হোসেনের বাড়ি গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামে।
গাংনীর বামন্দী-তেঁতুলবাড়িয়া সড়ক থেকে গত বছরের ১৩ জুন ৮০ গ্রাম হেরোইনসহ রিপনকে আটক করেছিল বামন্দী পুলিশ ক্যাম্পের একটি দল।
মামলার রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) পল্লব ভট্টাচার্য জানান, আদালত সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯-এর ১(ক) ধারায় রিপন হোসেনকে দোষী সাব্যস্ত করে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন। রায়ে সন্তোষ প্রকাশ করেন তিনি।
তবে রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হতে পারে বলে জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী মোশারফ হোসেন।