চোরাকারবারিদের হামলায় বিজিবি সদস্য আহত

বেনাপোল রেলওয়ে স্টেশনে চোরকারবারীদের হামলায় বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির এক সদস্য আহত হয়েছেন। ট্রেনে ভারতীয় পটকা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে আজ বুধবার চোরাকারবারিরা এ হামলা চালায় বলে জানিয়েছে বিজিবি।
এ ঘটনার পর বিজিবি স্থানীয় নীরিহ লোকজনকে লাঠিপেটা করে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। এ সময় আহত হয় কয়েকজন। তবে বিজিবি লাঠিপেটার কথা অস্বীকার করেছে।
বেনাপোল পোর্ট থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান হাবিব ও বিজিবির সুবেদার গিয়াস উদ্দিন সাংবাদিকদের জানান, দুপুরে বেনাপোল রেলওয়ে স্টেশন থেকে খুলনাগামী একটি ট্রেনের একটি বগিতে পুলিশ ও বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ছয় কার্টন ভারতীয় পটকা উদ্ধার করে।
এ সময় চোরাকারবারিরা দুই কার্টন পটকা বিজিবির কাছ থেকে ছিনিয়ে নেয়। এতে বাধা দিতে গেলে রেলওয়ে স্টেশন সংলগ্ন ভবেরবেড় গ্রামের লোকজন এসে চোরাকারবারিদের সঙ্গে যোগ দিয়ে বিজিবির ওপর ইট ও পাথর নিক্ষেপ করে। এতে বিজিবি নায়েক নাইমুর আহত হন। তাঁকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে বলে বিজিবি কর্মকর্তা জানান।
পরে অতিরিক্ত পুলিশ ও বিজিবি সদস্য এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ছিনিয়ে নেওয়া মালামাল উদ্ধার করা যায়নি।
স্থানীয় বাসিন্দা বৃদ্ধ ইসাহাক মিয়া অভিযোগ করেন, এ ঘটনাকে কেন্দ্র পুলিশ ও বিজিবি সদস্যরা স্থানীয়দের নির্বিচারে লাঠিপেটা শুরু করে। এ সময় হাজারী আলীর ছেলে আব্দুর রউফ, সামসুর রহমানের ছেলে তুষার ও মিন্টু হোসেনের ছেলে বাবু আহত হন। তাঁদের স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
তবে নির্বিচারে লাঠিপেটার অভিযোগ অস্বীকার করেছেন বিজিবির সুবেদার গিয়াস উদ্দিন।