বিদ্যুতায়িত হয়ে কাঠমিস্ত্রির মৃত্যু

রাজশাহীতে বিদ্যুতায়িত হয়ে জয়নাল আবেদীন (৫০) নামের এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর মহিতার থানার মির্জাপুর এলাকায় এ ঘটনা ঘটে। জয়নাল আবেদীন মির্জাপুর এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, জয়নাল আবেদিন মির্জাপুর এলাকায় অবস্থিত তাঁর নিজের কাঠের দোকানে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে মাটিতে পড়ে গেলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এ সময় জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে রাজপাড়া থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। জয়নালের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই তাঁর পরিবার নিয়ে গেছে বলে জানান ওসি।