ছাত্রলীগ পরিচয়ে চাঁদা দাবি, আটক ৬

নীলফামারী সদর উপজেলার একটি নির্মানাধীন প্রতিষ্ঠানের ঠিকাদারের কাছে ছাত্রলীগকর্মীর পরিচয়ে চাঁদা দাবির অভিযোগে ছয় যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৩ নীলফামারীর ক্যাম্পের সদস্যরা। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এ ছয় যুবককে আটক করে র্যাব।
ওই ঘটনায় আটক হয়েছেন, নীলফামারী পৌর শহরের শাহীপাড়া মহল্লার সাইফুল ইসলাম সাঈদ (২৫), মোহাম্মদ বাপ্পী (২০), আমজাদ হোসেন (২৩), জুম্মাপাড়া মহল্লার রঞ্জন কুমার দেব অধিকারী (২৩) ও উকিলের মোড় এলাকার ইমরান আলী শাওন (২৫) এবং বাবুপাড়া মহল্লার রেজা হোসেন (২২)।
জেলা ছাত্রলীগ দাবি করেছে, এঁরা কেউ ছাত্রলীগের সদস্য নন।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এই ছয় যুবককে আটক করে আজ বুধবার সকালে পুলিশে সোপর্দ করা হলে পুলিশ তাঁদের আদালতে হাজির করে। আদালতের ছয় যুবককে কারাগারে পাঠানোর আদেশ দেন। র্যাব-১৩ নীলফামারী ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার আকরামুল হোসেন জানান, আটককৃতরা জেলা ছাত্রলীগের নেতা-কর্মীর পরিচয় দিয়ে র্দীঘ দিন থেকে নীলফামারী সদর উপজেলার সুটিপাড়ায় নির্মাণাধীন যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের ঠিকাদার মকছুদ উল্লাহর কাছে এক লাখ টাকার চাঁদা দাবি করে আসছিলেন। মঙ্গলবার সকালে ওই ঠিকাদার র্যাব ক্যাম্পে অভিযোগ করেন। পরে পরিকল্পনা অনুসারে সন্ধ্যায় যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের ঠিকাদারের কাছে দাবি করা চাঁদার টাকা নিতে এলে ওই ছয়জনকে আটক করে র্যাব।
জেলা ছাত্রলীগের সভাপতি সজল কুমার ভৌমিক ও সাধারণ সম্পাদক নোহেল রানা নীলফামারী জেলা ছাত্রলীগের কোনো নেতা-কর্মী চাঁদাবাজি কিংবা কোনো প্রকার বেআইনি কাজের সাথে সম্পৃক্ত নয় দাবি করে বলেন, আটককৃতরা কেউ ছাত্রলীগের সদস্য বা কর্মী নন। এঁরা শহরের চিহ্নিত টোকাই।
নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান পাশা বলেন, বুধবার সকালে ঠিকাদার মকছুদ উল্লাহ বাদী হয়ে একটি চাঁদাবাজির মামলা দায়ের করায় আটককৃতদের দুপুরে আদালতে হাজির করা হলে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।