তিন ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রেল চলাচল

ফাইল ছবি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলস্টেশন এলাকায় মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার দুই ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক হয়েছে। এ ঘটনায় ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল।
আজ বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে এ ঘটনার পর ঢাকাগামী মহানগর ট্রেনসহ বেশ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে। এতে হাজার হাজার যাত্রী বিপাকে পড়েন।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়ার রেলস্টেশনের মাস্টার মো. বদিউজ্জামান জানান, সাড়ে ১২টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হলেও উদ্ধারতৎপরতা অব্যাহত রয়েছে।
দুর্ঘটনাকবলিত ট্রেনটি চট্টগ্রাম থেকে ঢাকা আসছিল।