অস্ত্র হেরোইন দিয়ে ফাঁসাতে গিয়ে ধরা খেল পুলিশের সোর্স

চাঁপাইনবাবগঞ্জে এক ইউপি সদস্যকে আগ্নেয়াস্ত্র ও হেরোইন দিয়ে ফাঁসানোর অভিযোগে আটক পুলিশের সোর্স আবদুল খালেক। ছবি : এনটিভি
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যকে অস্ত্র ও হেরোইন দিয়ে ফাঁসানোর অভিযোগে আবদুল খালেক নামের পুলিশের এক সোর্সকে আটক করা হয়েছে।
আটক আবদুল খালেক চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জোড়া বকুলতলা গ্রামের বাসিন্দা।
পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম জানান, সদর উপজেলার শাহজাহানপুর ইউপির ৮ নম্বর ওয়ার্ডের সদস্য আবুল কাশেমকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে। তাঁর বাড়ির পেছনের একটি খড়ি ঘরে আবদুল খালেক দুটি অস্ত্র, দুটি গুলি ও ২০০ গ্রাম হেরোইন রাখেন। পরে আবদুল খালেকই পুলিশকে অস্ত্র ও মাদকের খবর দেন। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে খালেকের দেখানো স্থান থেকে অস্ত্র ও হেরোইনগুলো উদ্ধার করে। কিন্তু খালেক একেবারে নির্দিষ্টস্থানে দেখিয়ে দেওয়ায় পুলিশের সন্দেহ হয়। খালেককে আটক করে পুলিশ। এ সময় খালেকের সঙ্গে থাকা সেলিম নামের অপর সোর্স পালিয়ে যায়।