চাঁপাইনবাবগঞ্জে ‘দুই অস্ত্র ব্যবসায়ী’ আটক

চাঁপাইনবাবগঞ্জ শহরের মহানন্দা বাসস্ট্যান্ড এলাকা থেকে আটক দুজন। ছবি : স্টার মেইল
চাঁপাইনবাবগঞ্জ শহরের মহানন্দা বাসস্ট্যান্ড এলাকা থেকে দুজনকে আটক করেছে র্যাব। এ সময় অস্ত্র, গুলি ও বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়। র্যাবের দাবি, ওই দুইজন অস্ত্র ব্যবসায়ী।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে এই অভিযান চালানো হয়।
আটক হওয়া দুজন হলেন জেলার শিবগঞ্জ উপজেলার কালিগঞ্জ নামোটোলা গ্রামের আবু সাইদ সবুজ (২৪) ও বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার কুমারখালী গ্রামের আক্কাস আলী (৪৫)।
র্যাব-৫-এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লিডার সাঈদ আবদুল্লাহ আল মুরাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহানন্দা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। এ সময় দুইটি পিস্তল, নয়টি গুলি ও চারটি ম্যাগাজিন, কাতারের ১৫ রিয়েল, কোরিয়ান মুদ্রা ১০ হাজার ওনসহ ওই দুইজনকে হাতেনাতে আটক করা হয়।
এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা করা হয়েছে।