নীলফামারীতে গৃহবধূকে হত্যা, স্বামী গ্রেপ্তার

নীলফামারীর সৈয়দপুরে গোলাপী বেগম (১৯) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের তেলিপাড়া এলাকার তিস্তা নদীর শাখা ক্যানেল থেকে লাশটি উদ্ধার করা হয়।
এ ঘটনায় পুলিশ নিহতের স্বামী আহসান হাবিব তুফানকে (৩৮) গ্রেপ্তার করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
গোলাপী গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বৈরী হারিণমারী গ্রামের চান মিয়ার মেয়ে এবং নীলফামারী সদর উপজেলার চাপড়া সরনজামী ইউনিয়নের চাপড়া নয়াপাড়া গ্রামের নূর ইসলামের পুত্রবধূ।
পুলিশ গোলাপীর লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় গোলাপীর বাবা ভ্যানচালক চান মিয়া বাদী হয়ে তুফানকে আসামি করে সৈয়দপুর থানায় একটি হত্যা মামলা করেছে।
স্থানীয়দের বরাত দিয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, ঢাকায় একটি পোশাক কারখানায় গোলাপী ও তুফান চাকরি করতেন। তাঁরা পাঁচ মাস আগে ভালোবেসে বিয়ে করেন। বিয়ের পর থেকে তাঁদের মধ্যে প্রায়ই ঝগড়া লেগে থাকত। স্বামী তুফানের সঙ্গে গতকাল বুধবার সন্ধ্যায় বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন গোলাপী। পথে তেলিপাড়া এলাকায় গোলাপীকে ছুরিকাঘাতে হত্যা করে পাশের তিস্তা নদীর শাখা ক্যানেলে ফেলে রেখে গায়ে কাদামাটি মেখে স্ত্রীকে দুর্বৃত্তরা হত্যা করেছে বলে চিৎকার করতে থাকেন তুফান। স্থানীয়দের খবরে গভীর রাতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সন্দেহভাজন হিসেবে তুফানকে আটক করে এবং আজ সকালে লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়।
ওসি বলেন, ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহের চেষ্টা চালালেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে তুফান তাঁর স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছেন।