অস্ত্র ও মাদকসহ ইউপি চেয়ারম্যান আটক!

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় অস্ত্র ও মাদকসহ শুভগাছা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন রিপনকে আটক করার দাবি করেছে পুলিশ। আজ শুক্রবার ভোরে উপজেলার শুভগাছা ইউনিয়নের নিয়োগীবাড়ী এলাকার নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়।
কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ শুক্রবার ভোরে নিয়োগীবাড়ী এলাকায় অভিযান চালিয়ে রিপন চেয়ারম্যানকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি কাটা রাইফেল, একটি রাইফেলের বেয়নেট, ১৫টি গুলি, সাতটি রামদা, ১১টি ইয়াবা ও আট বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
আটক রিপনকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলেও ওসি জানান।