হিলিতে গরু মোটাতাজাকরণ ভারতীয় বড়িসহ আটক ১

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি রেলস্টেশন থেকে আমদানি-নিষিদ্ধ গরু মোটাতাজাকরণ ভারতীয় বড়িসহ একজনকে আটক করেছে রেলওয়ে জিআরপি পুলিশ। আটক হওয়া ব্যক্তির নাম মোকাররম হোসেন (৫৫)। তাঁর বাড়ি উপজেলার নওপাড়া গ্রামে।
হিলি জিআরপি ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা খোকন চন্দ্র দাস জানান, আজ শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে আটক মোকাররম সৈয়দপুরগামী আন্তনগর তিতুমীর ট্রেনে যাওয়ার জন্য হিলি রেলস্টেশনে অপেক্ষা করছিলেন। এ সময় তাঁর গতিবিধি দেখে সন্দেহজনক হলে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তিনি নিজ হেফাজতে ভারতীয় দেড় হাজার ডেক্সিন বড়ি রাখার কথা স্বীকার করেন। এ সময় তাঁকে আটক করা হয়।
খোকন জানান, আমদানি-নিষিদ্ধ ভারতীয় এসব বড়ি গরু মোটাতাজাকরণ হিসেবে ব্যবহার করা হয় বলে আটক মোকাররম হোসেন জানিয়েছেন। তাঁকে দিনাজপুর জেলহাজতে পাঠানো হয়েছে।