বরিশালে কয়েক হাজার পরিবারের ঈদ উদযাপন

বরিশালে আজ শুক্রবার আগাম ঈদ উদযাপন করছে জাঁহাগিরিয়া শাহ সুফি মমতাজিয়া মতাদর্শীরা। ছবি : এনটিভি
বরিশালে আগাম ঈদ উদযাপন করছে জাঁহাগিরিয়া শাহ সুফি মমতাজিয়া মতাদর্শীরা।
আজ শুক্রবার সকাল সাড়ে ৯টায় নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের তাজকাঠি জাঁহাগিরিয়া শাহ সুফি মমতাজিয়া জামে মসজিদ প্রাঙ্গণে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা মুহাম্মদ আবদুল আলিম।
এ ছাড়া নগরীর আরো দুটি মসজিদসহ বিভাগের অর্ধশতাধিক মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
বরিশাল বিভাগে প্রায় ২০ হাজারেরও বেশি পরিবার ঈদুল ফিতরের উৎসব পালন করছে আজ। চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার জাঁহাগিরিয়া শাহ সুফি মমতাজিয়া দরবার শরিফের মতাদর্শী এসব মানুষ।