মেহেরপুরে চলছে ইজিবাইক ধর্মঘট

মেহেরপুর-কাথুলী, মেহেরপুর মহাজনপুর সড়কে ইজিবাইক চলাচলের দাবিতে মেহেরপুরে চলছে ইজিবাইক ধর্মঘট। গতকাল শুক্রবার সকাল থেকে শহরের কোনো সড়কে ইজিবাইক চলাচল করছে না।
আজ শনিবার বেলা ১২টার দিকে জেলা প্রেসক্লাবের সামনে সমাবেশের ডাক দেয় তারা। এতে সভাপতিত্ব করেন ইজিবাইকচালক ও মালিক সমিতির সাধারণ সম্পাদক আল মামুন। প্রধান অতিথি ছিলেন সংগঠনটির সভাপতি সাজ্জাদুল আনাম।
সাজ্জাদুল আনাম বলেন, যোগাযোগ মন্ত্রণালয় থেকে যে ২২টি মহাসড়কে তিন চাকার যান চলাচলের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তার মধ্যে মেহেরপুরের কোনো সড়ক নেই। তারপরও ইজিবাইকচালকেরা বলেছেন, মেহেরপুর-কুষ্টিয়া ও মেহেরপুর চুয়াডাঙ্গা সড়কে তারা চলাচল করবে না। শুধু মেহেরপুর-কাথুলী, মেহেরপুর-মহাজনপুর সড়কে ও মুজিবনগর সড়কে রিজার্ভ ভাড়া নিয়ে যাওয়ার দাবি জানিয়ে আসছে। অথচ প্রশাসনের পক্ষ থেকে বারবার বাধা দেওয়া হচ্ছে। দাবি মানা না হলে আগামীকাল ইজিবাইকচালকদের পরিবারের সদস্যদের নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনশন কর্মসূচি পালন করা হবে।