চুয়াডাঙ্গায় প্রতিপক্ষের হামলায় একজন নিহত

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সিংনগর গ্রামে প্রতিপক্ষের হামলায় নিহত সবদুল ইসলামের মরদেহ দেখছে পুলিশসহ স্থানীয় লোকজন। ছবি : এনটিভি
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সিংনগর গ্রামে প্রতিপক্ষের হামলায় সবদুল ইসলাম (৩২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ওই খুনের ঘটনা ঘটে।
নিহত সবদুল সিংনগর গ্রামের মৃত রমজান আলীর ছেলে। পুলিশ এ ঘটনায় সুজন হোসেন নামের একজনকে আটক করেছে। পুলিশ জানায়, পূর্ব শত্রুতার জের ধরে ওই খুনের ঘটনা ঘটেছে।
জীবননগর থানার দায়িত্বরত কর্মকর্তা সহকারী উপপরিদর্শক (এএসআই) বিশ্বনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রতিপক্ষের লোকজন সবদুলকে কুপিয়ে জখম করলে তাঁকে মুমূর্ষু অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়।