ব্রাহ্মণবাড়িয়ায় নৌকাবাইচে দুই পক্ষের সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে আজ শনিবার বিকেলে জেলা প্রশাসন আয়োজিত গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত হয়। এ সময় প্রতিযোগী দুটি নৌকার লোকজনের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়। গুরুতর আহত পাঁচজনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শহরের তিতাস নদীর শিমরাইলকান্দি থেকে মেড্ডা পর্যন্ত সীমানায় এ নৌকাবাইচ অনুষ্ঠিত হয়। দর্শকদের করতালি আর বাদ্যযন্ত্রের ধ্বনি ও বৈঠার তালে তালে অনন্য ঢেউ খেলে নদীতীরের মানুষের মধ্যে। ঢোল ও তবলার তাল, আর বৈঠার স্পন্দনের মুহুর্মুহু তরঙ্গ দর্শকের মনে আনন্দের ঢেউ উদ্বেলিত হয়। ঐতিহ্যবাহী নৌকাবাইচ উপভোগ করতে তিতাস নদীর দুই পাড়ে কয়েক কিলোমিটার এলাকায় জড়ো হয় হাজার হাজার ক্রীড়ামোদি নারী-পুরুষ।
এদিকে প্রতিযোগী দুটি নৌকার লোকজনের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন্য আহত হয়। গুরুতর আহত পাঁচজনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ব্যক্তিরা হলেন এরশাদ, সোহাগ, নাছির, মান্নান ও সুমন। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস এনটিভি অনলাইনকে সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেন।
নৌকাবাইচে আটটি নৌকা অংশ নেয়। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে নাছিরনগরে হরিপুর গ্রামের নৌকা, দ্বিতীয় স্থান অর্জন করে সরাইলের ক্ষমতাপুরে নৌকা। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ মোশাররফ হোসেনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুন, পুলিশ সুপার মিজানুর রহমান, পৌরসভার মেয়র হেলাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার।