হিলি সীমান্তে ট্রেনের ধাক্কায় আহত বিজিবি সদস্যের মৃত্যু

দিনাজপুরের হিলি সীমান্তে দায়িত্ব পালনকালে ট্রেনের ধাক্কায় মারাত্মক আহত বিজিবি সদস্য মাকছুদ আলী (২০) মারা গেছেন। আজ শনিবার সন্ধ্যা ৭টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি মারা যান।
মাকছুদ আলী হিলি সিপি ক্যাম্পে কর্মরত ছিলেন। গতকাল শুক্রবার মধ্যরাতে সীমান্তের ফকিরপাড়া এলাকায় ট্রেনের ধাক্কায় তিনি মারাত্মক আহত হন।
বিজিবি সূত্র জানায়, মাকছুদ আলী হিলি সিপি ক্যাম্পের অধীনের সীমান্ত এলাকা ফকিরপাড়ার রেললাইনসংলগ্ন বিজিবির ১০ ও ১১ নম্বর পোস্টে শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে দায়িত্ব পালন করছিলেন। এ সময় চোরাচালানিরা দিনাজপুরগামী আন্তনগর একতা এক্সপ্রেস ট্রেন আসতে দেখে ভারতীয় অবৈধ মালামাল ওঠানোর প্রস্তুতি নিলে দায়িত্বরত বিজিবি সদস্য তাদের ধাওয়া করতে থাকেন। এ সময় ট্রেনও তাঁর কাছাকাছি চলে আসে। তখন তিনি শারীরিক ভারসাম্য রক্ষা করতে না পারায় ট্রেনের সঙ্গে জোরে ধাক্কা খেয়ে অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। কিছুক্ষণ পর পাশের পোস্টে দায়িত্ব পালন করা সহকর্মী তাঁর কোনো সাড়াশব্দ না পেয়ে খোঁজ করতে থাকেন। একপর্যায়ে আহত মাকছুদকে রেললাইনের পাশে পড়ে থাকতে দেখে দ্রুত ক্যাম্পে বার্তা পাঠান। খবর পেয়ে বিজিবি সদস্যরা তাঁকে উদ্ধার করে তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসকরা তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
হিলি সিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার আবদুল জব্বার জানান, মাথায় মারাত্মক আঘাতপ্রাপ্ত মাকছুদ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। আজ সন্ধ্যা ৭টার দিকে তিনি মারা যান।
কক্সবাজার জেলার মহেশখালী উপজেলায় মাকছুদের বাড়ি। তিনি প্রায় আট মাস আগে চাকরিতে যোগ দেন। রাতেই তাঁর লাশ বাড়ির উদ্দেশে নিয়ে যাওয়া হবে বলে জানান আবদুল জব্বার।