গাজীপুরে জাহাঙ্গীরের প্রচারে খুলনার মেয়র খালেক

খুলনা সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেক আজ বৃহস্পতিবার সকাল থেকে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর আলমের পক্ষে প্রচার-প্রচারণায় অংশ নেন। তিনি জেলা শহরের ভোটারদের কাছে নৌকা প্রতীকে ভোট চান এবং পথসভায় অংশ নেন।
দুপুরে মহানগরীর ২৮ নম্বর ওয়ার্ডের হাড়িনাল ও আদালত এলাকায় জাহাঙ্গীরের সঙ্গে গণসংযোগ করেন এবং পথসভায় বক্তব্য দেন খালেক।
পথসভায় খুলনার মেয়র বলেন, জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ওপর আস্থা রেখে খুলনার মানুষ বিপুল ভোটে নৌকা মার্কাকে বিজয়ী করেছে। গাজীপুরে নৌকার গণজোয়ার সৃষ্টি হয়েছে। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে তিনি আগামী ২৬ জুন নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।
পথসভায় মেয়র প্রাথী জাহাঙ্গীর আলম বলেন, প্রত্যেক প্রার্থীরই ভোটারের ওপর শ্রদ্ধাশীল হওয়া উচিত, সম্মান থাকা উচিত। গাজীপুরে সব সময় শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। ভোটারদের বিশ্বাসকারী মানুষ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারবে। গাজীপুরের মানুষ শান্তিপ্রিয়।
নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হাসান উদ্দিন সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে জাহাঙ্গীর বলেন, হাসান উদ্দিন সরকারের বিরুদ্ধে ১৯৮৬ ও ১৯৮৮সালের নির্বাচনে কারচুপি করে বিজয়ী হওয়ার অভিজ্ঞতা রয়েছে। তিনি এখন এলাকায় প্রচারণার কোনো লোক পাচ্ছেন না। সে কারণে বিএনপির কেন্দ্রীয় নেতাদের প্রেসক্রিপশনে লিখিত বক্তব্য মিডিয়ার সামনে পাঠ করছেন এবং বিভ্রান্তি ছড়াচ্ছেন।
আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থীকে ভোটারের ওপর আস্থা রেখে এসব বিভ্রান্তিমূলক বিবৃতি দেওয়া বন্ধের আহ্বান জানান। ২৬ জুন নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে তাঁকে জয়যুক্ত করার আহ্বান জানান জাহাঙ্গীর আলম।
জাহাঙ্গীর আলম আজ সকালে গাজীপুর সিটি করপোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের ঢাকা প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) সামনে পথসভার মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেন। পরে তিনি কর্মী সমর্থকদের নিয়ে পর্যায়ক্রমে ২৪, ২৫, ২৬, ২৭, ২৯, ৩১, ৩৯, ৪০, ৪১, ৪২ নম্বর ওয়ার্ডে দিনভর গণসংযোগ করেন। এতে মহাজোটের শরীকদলের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী, মসজিদের ইমাম এবং সাধারণ ভোটারগণ ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে যোগ দেন।
গণসংযোগকালে জাহাঙ্গীর আলম বিএডিসি, পূর্ব ভুরুলিয়া, শিমুলতলী, চত্বর বাজার, ভানুয়া, ফাওকাল, চাপুলিয়া, উত্তর ছায়াবীথি শ্মশান মোড়, টাংকিমোড়, জোড়পুকুরপাড়, বরুদা, হাড়িনাল, লেবু বাগান, দক্ষিণ ছায়াবীথি মোড়, মাধববাড়ী মোড়, রথখোলা, শহীদ বরকত স্টেডিয়াম, বিলাশপুর মসজিদের সামনে, মারিয়ালী, শহীদ নিয়ামত সড়ক, শহীদ স্মৃতি স্কুল, ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের সামনে, তালুকদারের পুকুরপাড়, কৃষি গবেষণা শ্রমিক ক্লাব, কাজীবাড়ি, পূর্ব চান্দনা, ভোড়া কুমারপাড়া, অ্যাডভোকেট ওয়াজউদ্দিন মিয়ার বাড়ির রাস্তার মোড়, ভাড়ারুল জামতলা, চৌরাস্তা, ধীরাশ্রম, পুবাইল কলেজ গেট, ৪২ এ সাবেক ইউনিয়ন পরিষদ, মাঝুখান বাজার, হায়দারাবাদ মাদ্রাসার সামনে অনুষ্ঠিত পৃথক পথসভায় বক্তব্য দেন।
এসব পথসভায় অন্যদের মধ্যে আওয়ামী লীগ নেতা কাজী আলীম উদ্দিন, অ্যাডভোকেট শফিকুল ইসলাম বাবুল, অ্যাডভোকেট হারিছ উদ্দিন আহমেদ, আব্দুল হাদি শামিম, মো. আমজাদ হোসেন বাবুল, মো. আমানত হোসেন খান, আব্দুর রাজ্জাক প্রমুখ বক্তব্য দেন।
জাহাঙ্গীরের পক্ষে অন্যদের গণসংযোগ
আজ দুপুরে নগরীর ২৮ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ কার্যালয়ে দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল, অ্যাডভোকেট কাজী মোরশেদ কামাল দলের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। ৩৮ নম্বর ওয়ার্ডের খাইলকুর এলাকায় গণসংযোগ করেন কেন্দ্রীয় নেতা অসীম কুমার উকিল ও এস এম কামাল। এ ছাড়া নগরীর ৮ নম্বর ওয়ার্ড থেকে ১২ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক প্রকৌশলী আব্দুস সবুরসহ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির রেমন্ড আড়েং, প্রকৌশলী নুরুজ্জামান, প্রকৌশলী কোবাত হোসেন, প্রকৌশলী আবুল কালাম হাজারীসহ আওয়ামী লীগের ও মহিলা আওয়ামী লীগের দল নির্বাচনী প্রচারণার কাজ করে।
বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. জাহাঙ্গীর আলমের পক্ষে সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী দিলীপ বড়ুয়া দলের নেতাকর্মীদের নিয়ে চান্দনা-চৌরাস্তা বাজার, শাপলা ম্যানশন ও আশপাশের এলাকায় গণসংযোগ করেন।
গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক শাহাদত হোসেন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান, গাজীপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট সাফিকুল ইসলাম বাবুল, বাংলাদেশ সমাজতন্ত্রিক দলের (বাসদ) কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মো. রেজাউর রশীদ খান, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট মো. আফজাল হোসেন, জাতীয় সমাজতান্ত্রিক দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক করিম সিকদার ও শওকত রায়হান, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের সাবেক ভিপি ও আওয়ামী লীগ নেতা আব্দুল হালিম সরকার, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আফজাল হোসেন সরকার ও গাজীপুর জেলা ছাত্রলীগের সভাপতি হিরা সরকার দিনভর নৌকা প্রতীকের পক্ষে ভোট চেয়ে গণসংযোগ করেন।
একই এলাকায় আজ দুপুরে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে তরিকত ফেডারেশনের মহাসচিব সৈয়দ রেজাউল হক চাঁদপুরী, সিনিয়র যুগ্ম মহাসচিব আবু দাউদ মসনবী হায়দার, সাংগঠনিক সম্পাদক মো. আলী ফারুকী, সংগঠনটির ঢাকা জেলা কমিটির আহ্বায়ক মেহেদী হাসান বুলবুল, আক্তার হোসেন গাজীপুরী প্রমুখ পথসভায় অংশ নেন।
বিকেলে মহানগরীর তেলিপাড়া সাগর সৈকত কনভেনশন সেন্টারে এক নির্বাচনী মতবিনিময় সভায় আওয়ামী যুবলীগের চেয়ারম্যান মো. ওমর ফারুক, সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ, যুবলীগের জেলা কমিটির আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল, সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম প্রমুখ অংশ নেন।
এদিকে জাহাঙ্গীর আলম দুপুরে চান্দনা উচ্চ বিদ্যালয়ে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য কূটনীতিক প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন। প্রতিনিধি দলের সদস্যরা এ সময় নির্বাচনী প্রচারণার পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন বলে জাহাঙ্গীর আলমের মিডিয়া সেল জানিয়েছে।