কাপাসিয়ায় ছাত্রী ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

গাজীপুরের কাপাসিয়ায় হরিমুঞ্জুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে একই বিদ্যালয়ের এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত শিক্ষক মনোজিত চন্দ্র সরকার বিদ্যালয়ে ধর্মের শিক্ষক এবং উপজেলার পিরোজপুর গ্রামের বাসিন্দা।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ জানান, গতকাল শনিবার বিকেলে ওই ছাত্রী বাড়ি থেকে কলেজ রোডে একটি কোচিং সেন্টারে যাচ্ছিল। এ সময় শিক্ষক মনোজিত চন্দ্র সরকার তাকে ডেকে কলেজ রোডের পাশে নিজের কোচিং সেন্টারে নিয়ে যান।
ছাত্রীটি দাবি করে, সেখানেই তাকে ধর্ষণ করা হয়।
আজ রোববার সকালে এ খবর বিদ্যালয়ে ছড়িয়ে পড়লে শিক্ষকের বিচার দাবিতে ছাত্রীরা ক্লাস বর্জন করে। খবর পেয়ে পুলিশ গিয়ে বিদ্যালয় থেকে মনোজিত চন্দ্র সরকারকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
পরে বিকেলে ওই ছাত্রীকে বাড়ি থেকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। সোমবার তার ডাক্তারি পরীক্ষা করার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ ব্যাপারে ছাত্রীর মা বাদী হয়ে কাপাসিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন বলেও জানান ওসি আহসান উল্লাহ।