মেহেরপুরে হা-ডু-ডু খেলা নিয়ে আয়োজন

মেহেরপুরের গাংনীতে হয়ে গেল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলার প্রতিযোগিতা। গতকাল শনিবার বিকেলে উপজেলার গাড়াডোব গ্রামে এই খেলার তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হয়। চূড়ান্ত পর্বে ১০৭-১০১ পয়েন্টে মুন্সি জমির উদ্দীন পাঠাগার দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে একতা ক্লাব।
গতকাল দুপুর থেকেই ঐতিহ্যবাহী এই খেলা দেখতে ভিড় করতে শুরু করেন এলাকার বিভিন্ন বয়সী মানুষ। বিকেল সাড়ে ৪টার দিকে শুরু হয় খেলা। টান টান উত্তেজনাপুর্ণ খেলায় শেষ পর্যন্ত গাড়াডোব শেখপাড়া একতা ক্লাব ১০৭-১০১ পয়েন্টে মুন্সি শেখ জমির উদ্দীন পাঠাগার দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আবুল কাশেমের সভাপতিত্বে বক্তব্য দেন একতা ক্লাব সভাপতি আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক জসিম উদ্দীন।
আয়োজকরা জানান, গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী হারিয়ে যাওয়া এই খেলা ধরে রাখতেই এই আয়োজন। প্রতি বছরই ক্লাবের পক্ষ থেকে গ্রাম-বাংলার বিভিন্ন প্রকার ঐতিহ্যবাহী খেলাধুলার প্রতিযোগিতার আয়োজন করার আশা প্রকাশ করেন তাঁরা।