তবু এগিয়ে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার শিশুরা

জরার্জীণ ভবন, অবকাঠামোগত সমস্যা, শ্রেণীকক্ষ ও জনবল সংকটসহ নানা সমস্যা রয়েছে ব্রাহ্মণবাড়িয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে। এরপরও পিছিয়ে নেই এখানকার শিক্ষার্থীরা। সারা দেশে যখন ঝরে পড়ার সংখ্যা বাড়ছে তখন শিক্ষার্থী ঝরে পড়ার সংখ্যা অনেকটাই কমেছে এ জেলায়। যথাযথ পরিচর্যা ও নানামুখী পদক্ষেপের কারণে এসব স্কুলে দিন দিনই বাড়ছে শিক্ষার্থীর সংখ্যা।
জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় জানায়, ২০১৩ সালে শিক্ষার্থী ঝরে পড়ার সংখ্যা ছিল ১০ দশমিক ২৫ শতাংশ। ২০১৪ সালে ছিল ১০ দশমিক ২২ শতাংশ। চলতি বছরে তা কমে দাঁড়ায় শূন্য ৯ দশমিক ৩৬ শতাংশে। একইভাবে ভর্তি, উপস্থিতির হার ও বিভিন্ন পরীক্ষার ফলাফলেও এসেছে সফলতা।
ঝরেপড়া রোধ করতে কয়েকটি স্কুলে অভিভাবক সমাবেশ, বিনা মূল্যে টিফিনসহ নানা কর্মসূচি নেওয়া হয়েছে। যা সব স্কুলে চালু করার দাবি শিক্ষক-শিক্ষর্থীদের।
শিক্ষার মান উন্নয়নসহ শিশুদের স্কুলমুখী করতে নানা উদ্যোগের কথা জানিয়েছেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন।
বিস্তারিত দেখুন ব্রাহ্মণবাড়িয়ার স্টাফ করেসপনডেন্ট শিহাবউদ্দিন বিপুর ভিডিও প্রতিবেদনে :