চট্টগ্রামে কথাকাটাকাটির জেরে ছুরিকাঘাতে নিহত একজন

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানায় কথাকাটাকাটির জেরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। গতকাল মঙ্গলবার রাতে থানার আতুরার ডিপো এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম সাইদুল ইসলাম অনিক। আহত অপর ব্যক্তির নাম সম্রাট। সম্রাট চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন সেলিম জানান, গতকাল রাত ৯টায় আতুরার ডিপো এলাকার ১৪ নম্বর গলিতে বন্ধুস্থানীয় কয়েক যুবকের সঙ্গে অনিক ও সম্রাটের কথাকাটাকাটি হয়। কথাকাটাকাটির একপর্যায়ে অনিক ও সম্রাটকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
আহত দুজনকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক অনিককে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহত অনিকের ভাই মানিক পাঁচলাইশ থানায় মামলা করেছেন।
ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আজ বুধবার ভোরে আবু তৈয়ব ও রাসেল নামের দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানা গেছে।