শ্রীনগরে চালককে ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাই

মুন্সীগঞ্জের শ্রীনগরে হেদায়েত (৩৫) নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে তার ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
গতকাল বৃহস্পতিবার (২৪ এপ্রিল) উপজেলার রাড়িখাল এলাকায় রাত ১১টার দিকে ঘটনাটি ঘটে। অটোরিকশা চালক হেদায়েত লৌহজং উপজেলার মাওয়া এলাকার বাসিন্দা।
জানা গেছে, দুর্বৃত্তরা হেদায়েতকে ছুরিকাঘাত করে রাড়িখালের একটি পুকুরপাড় সংলগ্ন জঙ্গলে ফেলে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই করে পালিয়ে যায়। কিছুক্ষণ পর রাস্তার পাশ দিয়ে যাওয়া স্থানীয় এক ব্যক্তি জঙ্গলের ভেতর হেদায়েতকে আহত অবস্থায় দেখতে পান। পরে এলাকাবাসীর সহায়তায় তাকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকায় স্থানান্তর করা হয়।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিল আহমেদ বলেন, এ ঘটনার তদন্ত চলছে। ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত রয়েছে।