সিরাজগঞ্জে বিপৎসীমার ওপরে যমুনা নদীর পানি

সিরাজগঞ্জে সার্বিক বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। জেলায় যমুনা নদীর পানি গত ২৪ ঘণ্টায় ৩ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৭৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
নদীর পানি বাড়ায় জেলার আটটি উপজেলার ৪০টি ইউনিয়নের দেড় শতাধিক গ্রামের ৩০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
ফুলজোড়, হুরাসাগর, করতোয়াসহ বিভিন্ন নদীর পানি বাড়ায় নতুন করে উল্লাপাড়া, তাড়াশ ও রায়গঞ্জ উপজেলার অর্ধশত গ্রাম প্লাবিত হয়েছে। এখন সে সঙ্গে শুরু হয়েছে নদীভাঙন।
চরম দুর্ভোগ থেকে রেহাই পেতে এসব অঞ্চলের মানুষ নিরাপদ স্থানে সরে যাচ্ছে।
বন্যাকবলিত এলাকায় শুকনো খাবার, বিশুদ্ধ পানির সংকট দেখা গেছে। পানিবাহিত রোগেও ভুগছেন অনেকে।
সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে উঠতি ফসলসহ শীতকালীন সবজি চাষাবাদ। গবাদি পশুর খামারগুলো নিয়ে বিপদের মধ্যে রয়েছেন খামারিরা।
যমুনার পানি বাড়ার বর্তমান পরিস্থিতি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে মনে করেন সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হাসান ইমাম।