বরিশালে মেয়র পদে আটজনের মনোনয়নপত্র দাখিল

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে লড়তে আজ বৃহস্পতিবার শেষ দিন পর্যন্ত আটজন মনোনয়নপত্র দাখিল করেছেন।
সকালে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। এ সময় জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ তাঁর সঙ্গে ছিলেন।
দুপুরের দিকে মনোনয়নপত্র দাখিল করেন বিএনপির মনোনীত মেয়র পদপ্রার্থী ও দলের যুগ্ম মহাসচিব সাবেক সাংসদ অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার। দলের জ্যেষ্ঠ নেতারা এ সময় তাঁর সঙ্গে ছিলেন।
এ ছাড়া আজ খেলাফত মসলিসের প্রার্থী এ কে এম মাহবুব মেয়র পদে মনোনয়নপত্র জমা দেন।
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে লড়তে আজ বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিল করেন আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। ছবি : এনটিভি
এর আগে গতকাল বুধবার মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেন জাতীয় পার্টির প্রার্থী ইকবাল হোসেন তাপস। এই চারজনসহ মোট আটজন মেয়র পদপ্রার্থী এবারের বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে তাঁদের মনোনয়নপত্র দাখিল করেছেন। বাকি চারজন হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা ওবায়দুর রহমান মাহবুব, সিপিবির অ্যাডভোকেট এ কে আজাদ, বাসদের ডা. মণীষা চক্রবর্তী ও জাতীয় পার্টির বিদ্রোহী প্রার্থী বশির আহম্মেদ ঝুনু।
এ ছাড়া ৩০টি সাধারণ এবং ১০টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদের বিপরীতে ১৫১ জন তাঁদের মনোনয়নপত্র দাখিল করেন বলে জানিয়েছেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।