সিরাজগঞ্জে কৃষক হত্যা মামলায় ১৪ জনের যাবজ্জীবন

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় এক কৃষক হত্যা মামলায় ১৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক-১ ড. ইমান আলী এ রায় দেন।
দণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন উল্লাপাড়ার পুঠিয়া গ্রামের ফজলুল হক (৪৫), তাঁর স্ত্রী মর্জিনা খাতুন (৪০) ও ছেলে আব্দুল মোমিন (১৮); আব্দুল কুদ্দুস (৫০) ও তাঁর ছেলে আশরাফুল ইসলাম (২৭); আমিনুল ইসলাম (২৭), বিশা মণ্ডল (৩০), বাবর আলী (৫০), রেজাউল করিম (২২), শামসুল আলম (৪০), বেল্লাল হোসেন (৪৮), বাবলু মণ্ডল (৪৫), হায়দার আলী (২৮) ও আয়নাল হক (২৫)।
আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পুঠিয়া গ্রামের কৃষক নুরুল ইসলামের সঙ্গে জমি নিয়ে বিরোধের জের ধরে আসামিদের দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। ২০১২ সালের ২৮ জুন দুপুরে নুরুল ইসলামের সঙ্গে তর্ক-বিতর্কের একপর্যায়ে আসামিরা কুপিয়ে তাঁকে হত্যা করে লাশ ফেলে পালিয়ে যায়। একই দিন রাতে নিহতের ছেলে তোফায়েল হোসেন রাসেল বাদী হয়ে উল্লাপাড়া থানায় হত্যা মামলা করেন। পুলিশ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দেয়।
দীর্ঘ শুনানি শেষে আজ সোমবার আসামিদের উপস্থিতিতে ওই রায় দেন আদালত।
মামলাটি সরকার পক্ষে পরিচালনা করেন সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) সিরাজুল ইসলাম ও আসামিপক্ষে পরিচালনা করেন অ্যাডভোকেট গোলাম হায়দার।