কলা ও লিচুগাছ কেটে শত্রুতা

মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল মাঠে আজ সোমবার এই জমির কলা ও লিচুগাছ কেটে ফেলে প্রতিপক্ষরা। ছবি : এনটিভি
মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল মাঠে পূর্ব শত্রুতার জের ধরে প্রায় ৩০ শতক জমির কলা ও লিচুগাছ কেটে ফেলেছে প্রতিপক্ষ। আজ সোমবার সকালে এ ঘটনা ঘটে।
কলাচাষি চাঁদবিল গ্রামের আবু সিদ্দিকের ছেলে তুহিন অভিযোগ করেন, আজ সকালে একই গ্রামের মতিন তাঁর লোকজন নিয়ে জমিতে গিয়ে কলা ও লিচুগাছগুলো কেটে ফেলেন।
তুহিন বলেন, ‘আমার ছোট চাচার সঙ্গে মামলা সংক্রান্ত বিরোধের কারণে তারা এ ঘটনা ঘটিয়েছে। এতে আমাদের প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় মেহেরপুর সদর থানায় মামলা করা হয়েছে।’