চুয়াডাঙ্গায় এনটিভির ১৬ বর্ষে পদার্পণ উদযাপন

শোভাযাত্রা, কেক কাটা, মিষ্টিমুখ ও আলোচনা সভাসহ বর্ণাঢ্য আয়োজনে আজ মঙ্গলবার চুয়াডাঙ্গায় দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভির ১৬ বর্ষে পদার্পণ উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাব থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর আমন্ত্রিত অতিথিরা আনুষ্ঠানিকভাবে কেক কাটেন।
এনটিভির প্রতিনিধি রফিকুল ইসলামের সভাপতিত্বে চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান শেখ সামসুল আবেদীন খোকন। চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র ওবায়দুর রহমান চৌধুরী, সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার ও জেলা পরিষদের সদস্য শহিদুল ইসলাম সাহান বিশেষ অতিথির বক্তব্য দেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের চেয়ারম্যান শেখ সামসুল আবেদীন খোকন বলেন, ‘সাহসিকতার সাথে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে এনটিভি বড় ভুমিকা রেখে চলেছে। সরকারের চলমান মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানে সহায়কের ভূমিকা পালন করছে জনপ্রিয় এই টিভি চ্যানেল। কোনো দলের প্রতি বিশেষ আনুগত্য নয়, তৃণমূল মানুষের পছন্দের চ্যানেল হোক এনটিভি, সেটাই প্রত্যাশা।’
মেয়র ওবায়দুর রহমান চৌধুরী বলেন, ‘১৫ বছর ধরে আমি নিয়মিত এনটিভির সংবাদ দেখে থাকি। এই জনপদের সন্ত্রাস দূরীকরণে এই টিভির সাংবাদিকরা ভূমিকা রেখেছেন। আগামীতে সাহসী সাংবাদিকতার ধারাবাহিকতা দেখতে চাই।’
সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার বলেন, ‘দেখতে দেখতে এনটিভি ১৬ বছরে পা রেখেছে। স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, অর্থনীতিসহ সব বিষয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে এই চ্যানেলের ভূমিকা অনস্বীকার্য।’
সিনিয়র সাংবাদিক শেখ সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রথম আলোর প্রতিনিধি শাহ আলম সনি, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল মজিদ জিল্লু, এটিএন বাংলার প্রতিনিধি রফিক রহমান, চ্যানেল ৭১-এর এম এ মামুন, এসএ টিভির বিপুল আশরাফ, একুশে টিভির আতিয়ার রহমান, জিটিভির রিফাত রহমান, দৈনিক আমাদের সংবাদের সম্পাদক রুহুল আমীন রতন, প্রথম আলো বন্ধুসভার সভাপতি রনি আলম, ডেইলি অবজারভারের প্রতিনিধি আবুল হাশেম, অ্যাডভোকেট হাফিজুর রহমান, দৈনিক শেয়ারবিজের প্রতিনিধি মফিজুর রহমান জোয়ার্দ্দার ও দৈনিক মাথাভাঙ্গার স্টাফ রিপোর্টার আলম আশরাফসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।