উৎসবমুখর পরিবেশে খুলনায় এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে সব রাজনৈতিক দল ও প্রশাসনের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে আজ মঙ্গলবার খুলনায় এনটিভির ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
সবাই এনটিভির খবরের বস্তুনিষ্ঠতার প্রশংসা করে এগিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। আশা করেন এনটিভি অতীতের ধারাবাহিকতা ধরে রেখে দেশের কল্যাণে এগিয়ে যাবে।
আজ গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যেই এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে সকাল সাড়ে ১০টার মধ্যে একে একে আসেন খুলনা সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক, খুলনা সিটি করপোরেশনের বিদায়ী মেয়র মনিরুজ্জামান মনি, মহানগর বিএনপির সভাপতি সাবেক সাংসদ নজরুল ইসলাম মঞ্জু, জাতীয় পার্টির সভাপতি শফিকুল ইসলাম মধু, খুলনা মহানগর পুলিশ কমিশনার মো. হুমায়ুন কবীর, খুলনার প্রবীণ সাংবাদিক দৈনিক পূর্বাঞ্চল ও দ্য ডেইলি ট্রিবিউন সম্পাদক বেগম ফেরদৌসী আলী, খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিসের প্রেসিডেন্ট কাজী আমিনুল হক, পাসপোর্ট অধিদপ্তর খুলনার পরিচালক আবু সাইদ, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফুজ্জামান, খুলনা প্রেসক্লাবের সভাপতি ফারুখ আহমেদ, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি এস এম জাহিদ হোসেন, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং গণমাধ্যমের কর্মীরা।
সময়ের সাথে আগামীর পথে স্লোগানে ১৬ বছরে এনটিভির লোগোযুক্ত গেঞ্জি পরে র্যালির জন্য প্রস্তুতি নিলেও বৃষ্টির কারণে তা স্থগিত করা হয়।
পরে খুলনা মহানগর পুলিশ কমিশনার হুমায়ুন কবীর, বিভিন্ন পেশাজীবী ও রাজনৈতিক এবং সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মুহাম্মদ আবু তৈয়বকে ফুলের তোড়া দিয়ে এনটিভিকে শুভেচ্ছা জানানো হয়।
পরে অতিথিরা সবাই ৩৭ পাউন্ড ওজনের কেক কাটেন এবং এনটিভির শুভ অগ্রযাত্রা কামনা করেন। অতিথিরা এনটিভির খুলনা ব্যুরো প্রধান মুহাম্মদ আবু তৈয়বকে কেক মুখে তুলে দেন।
খুলনা সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেক এনটিভির শুভ কামনা করেন।
কেককাটা শেষে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বাউল সংগীত ও নৃত্য পরিবেশন করেন খুলনার শিল্পীরা।