চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগকর্মীকে কুপিয়ে হত্যা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ধোবড়া বাজার এলাকায় আবুল কালাম আজাদ এডু (৩০) নামের এক আওয়ামী লীগকর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম জানান, সন্ধ্যা ৬টার দিকে আবুল কালাম আজাদ এডু ধোবরা বাজারের তিনপুকুরিয়া এলাকায় বসেছিলেন। এ সময় সাত-আটজনের একটি সন্ত্রাসী দল তাঁর ওপর অতর্কিত হামলা চালিয়ে তাঁকে কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এরপর অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ। আটক তিন ব্যক্তির বিরুদ্ধে মামলা করার প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি।
শাহবাজপুর ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম জানান, নিহত আবুল কালাম আওয়ামী লীগের সক্রিয় কর্মী। এ ঘটনার সঙ্গে জামায়াত-বিএনপি জড়িত বলে অভিযোগ করেন তিনি।
আবুল কালাম শিবগঞ্জের শাহবাজপুর ইউনিয়নের পারদিলালপুর গ্রামের আব্দুস সালামের ছেলে। লাশ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।