ভারতে যাওয়ার সময় ৫ রোহিঙ্গা আটক

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে আজ শুক্রবার ভারতে যাওয়ার সময় পাঁচ রোহিঙ্গা তরুণকে আটক করা হয়। ছবি : এনটিভি
চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট হয়ে ভারতে যাওয়ার সময় পাঁচ রোহিঙ্গা তরুণকে আটক করা হয়েছে। আজ শুক্রবার ইমিগ্রেশন পুলিশ তাদের আটক করে।
আটক ব্যক্তিরা হলেন মো. আলিম (২১), আয়াজ (২১), সাদেক (২০), শাকের (২৪) ও হারেজ (২৪)। পরে এদেরকে দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করা হয়।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস জানান, আটক পাঁচ তরুণ কক্সবাজারের টেকনাফের কুতুপালং শরণার্থী শিবিরে ছিলেন। সেখান থেকে তাঁরা দর্শনা চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় পুলিশের কাছে আটক হয়।
তাদের পাসপোর্টগুলো যাচাই বাছাই করা হচ্ছে বলে ওসি জানান। এ ছাড়া তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।