শাহজাদপুরে যুবলীগের দুই পক্ষে সংঘর্ষে আহত ১০

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা যুবলীগের দুটি পক্ষের মধ্যে সংঘর্ষে পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা সদরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে যুবলীগকর্মী শাওন, রতন, মাসুদ, নাঈম ও মিশনকে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। এ সময় আব্দুল গফুর নামের একজন ট্রাফিক পুলিশও আহত হন।
এলাকাবাসী জানায়, যুবলীগ নেতা আরিফুল হক দিনার এবং রাজিব শেখ আসন্ন উপজেলা যুবলীগের সম্মেলনে সভাপতি প্রার্থী হিসেবে প্রচারণা চালাচ্ছেন। এ নিয়ে বেশ কিছুদিন ধরেই দুজনের সমর্থকদের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। এর জের ধরে আজকের সংঘর্ষের ঘটনা ঘটতে পারে বলে মনে করছে এলাকাবাসী।
যুবলীগ নেতা রাজিব শেখ এনটিভি অনলাইনকে জানান, পৌর এলাকার বিসিক বাসস্ট্যান্ড মোড়ে একটি আবাসিক হোটেলে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এ নিয়ে তাঁর ভাই মিশনসহ এলাকার কয়েকজন যুবক গতকাল সোমবার সন্ধ্যায় প্রতিবাদ জানান। এ সময় হোটেল কর্তৃপক্ষের সঙ্গে তাদের বাগবিতণ্ডা হয়।
রাজিব শেখ অভিযোগ করেন, এর জের ধরে আজ দুপুরে আরিফুল হক দিনারের নেতৃত্বে তাঁর সমর্থকরা এলাকায় মহড়া দেয় এবং মিশনকে মারধর করে আহত করে। এ ঘটনা ছড়িয়ে পড়লে উভয়পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়।
তবে এ বিষয়ে জানার জন্য আরিফুল ইসলাম দিনারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) মনির হোসেন জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ গিয়ে ৯টি ফাঁকা গুলি ও ১৫টি টিয়ার সেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।