নৌকায় ঘুম, ডুবে গিয়ে মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় মেঘনা নদীতে ধানবাহী নৌকা ডুবে সাইদুর রহমান (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে পাঁচজন। আজ বুধবার সকালে উপজেলার সোহাগপুর নামক স্থানে মেঘনা নদীতে এ নৌকাডুবির ঘটনা ঘটে।
সাইদুর কিশোরগঞ্জের ইটনা উপজেলার বাসিন্দা। আহতদের আশুগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কাউসারের অবস্থা আশঙ্কাজনক।
আশুগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেন জানান, কিশোরগঞ্জের ইটনা থেকে একটি ধানের নৌকা আশুগঞ্জ বাজারে আসার পথে মেঘনা নদীর সোহাগপুর নামক স্থানে গিয়ে তলিয়ে যায়। এ সময় ফায়ার সার্ভিস কর্মীরা এবং স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় পাঁচজনকে উদ্ধার করতে পারে। নৌকার ভেতর ঘুমিয়ে থাকায় সাইদুর রহমান নামের একজনের মৃত্যু হয়।