চট্টগ্রামে ওষুধের দোকানে অভিযান, জরিমানা-সিলগালা

চট্টগ্রাম মহানগরের চেরাগীপাহাড়সহ বেশ কয়েকটি এলাকায় চিকিৎসকদের বিক্রি নিষিদ্ধ নমুনা ওষুধ (স্যাম্পল) দিয়ে চলছে অধিকাংশ দোকান। আজ বুধবার দুপুরে অভিযান চালিয়ে নমুনা ওষুধ বিক্রির দায়ে এমন আটটি দোকানকে ৬৯ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
এ ছাড়া লাইসেন্সবিহীন ওষুধ বিক্রির দায়ে তিনটি প্রতিষ্ঠানকে সিলগালা করে দেওয়া হয়েছে। এ সময় বিপুল বিক্রি নিষিদ্ধ ওষুধ জব্দ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিনের নেতৃত্ব ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ওষুধ প্রশাসনের কর্মকর্তারাও অংশ নেন।
এ সময় রুহুল আমিন জানান, ওষুধগুলো চিকিৎসককে দেওয়া হয় স্যাম্পল হিসেবে। এ ওষুধ বিক্রির জন্য নয়। কেউ এ ওষুধ বিক্রি করলে তা আইনত দণ্ডনীয় অপরাধ। তিনি বলেন, ‘সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে চিকিৎসকদের এসব স্যাম্পল দরিদ্র ও দুঃস্থ রোগীরা পাবেন।’
এ ছাড়া লাইসেন্স না থাকায় নগরীর দেওয়ান বাজার ও এনায়েত বাজারের তিনটি ওষুধের দোকান সিলগালা করে দেওয়া হয়।
এনায়েত বাজার এলাকায় ‘ওয়াইট হাউস’ নামের একটি ওষুধ তৈরির প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করে আগামী এক সপ্তাহের মধ্যে তাদের ওষুধের ডিপোর লাইসেন্স করার সময়ও বেঁধে দেন আদালত।