নেত্রকোনায় সাংবাদিকদের সঙ্গে পুলিশের মতবিনিময়
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/09/09/photo-1441799206.jpg)
নেত্রকোনা জেলা পুলিশের উদ্যোগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা পুলিশ সুপার (এসপি) জয়দেব চৌধুরী এ সময় আগস্ট মাসের জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন।
এসপি জানান, আগস্ট মাসে জেলার ১০ থানায় ২০০টি মামলা দায়ের হয়েছে। এ ছাড়া ছয়টি খুন, ৪০টি নারী নির্যাতন, ৩০টি মাদক, একটি চোরাচালানসহ ১২৩টি মামলার নিষ্পত্তি হয়েছে। পুলিশ এ সময়ে গ্রেপ্তার করেছে এক হাজার ১৮৯ জনকে।
মাদক সংক্রান্ত অপরাধে ভ্রাম্যমাণ আদালত ১৪ জনকে সর্ব্বোচ্চ তিন হাজার টাকা জরিমানা, জুয়া খেলার অপরাধে ১২ জনকে সাতদিনের কারাদণ্ড দেওয়া হয়।
জুন থেকে আগস্ট পর্যন্ত মাদকদ্রব্য সম্পর্কিত ঘটনা তুলে ধরে বলা হয়, এ সময়ে ৮৮টি মামলায় ১২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের কাছ থেকে ১৪২ কেজি ৭০ গ্রাম গাঁজা, ৫৪৭ গ্রাম হেরোইন, এক হাজার ৭৯২ পিস ইয়াবা, ৫২৩ পিস ইনজেকশন, ২৫৫ লিটার চোলাই মদ, ২৬ বোতল অ্যালকোহল উদ্ধার করা হয়েছে।
মতবিনিময় সভায় আরো বক্তব্য দেন অতিরিক্তি পুলিশ সুপার হাবিবুর রহমান প্রামাণিক, অতিরিক্তি পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের (অপরাধ), মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আলম, সাংবাদিক নেতা হায়দার জাহান চৌধুরী, প্রেসক্লাব সম্পাদক এম মুখলেছুর রহমান খান প্রমুখ।