চাঁপাইনবাবগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা, আটক ৪

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে রোজবুল হক (২৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আহত করেছে তাঁর ভাই ইউসুফ আলীকে (৩০)। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার দুর্লভপুর ইউনিয়নের বোগলাউড়ি এলাকায় এই ঘটনা ঘটে। ইউসুফকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে একজন দুই শিশু হত্যা মামলার প্রধান আসামি।
আটক ব্যক্তিরা হলেন ইউনিয়নের দোভাগী এলাকার শিশু লতিফা ও আঁখি হত্যা মামলার প্রধান আসামি আরিফুল ইসলাম আরিফ, বকুল, তরিকুল ইসলাম ও আহমদ আলী। তাঁদের বয়স ৩৭ থেকে ৪০ বছর।
নিহত রোজবুল শিবগঞ্জের দুর্লভপুর ইউনিয়নের দোভাগী নমোজগন্নাথপুর গ্রামের মোফাজ্জল হোসেন দাসুর ছেলে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম জানান, গতকাল রাত সাড়ে ৮টার দিকে শিবগঞ্জের তর্তিপুর হাট থেকে গরু বিক্রি করে বাড়ি ফিরছিলেন রোজবুল ও ইউসুফ। পথে দুর্লভপুর ইউনিয়নের বোগলাউড়ি এলাকায় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালায়। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। রাত ১২টার দিকে মারা যান রোজবুল।
ওসি আরো জানান, রোজবুলের চাচা সোহবুলের সঙ্গে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল দীর্ঘদিন ধরে। এরই জের ধরে এই হামলার ঘটনা ঘটে থাকতে পারে। এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুই শিশু হত্যা মামলার প্রধান আসামি আরিফসহ চারজনকে আটক করা হয়েছে।