জঙ্গি অর্থায়ন : ব্যবসায়ী এনামুল কারাগারে

জঙ্গি সংগঠন শহীদ হামজা ব্রিগেডকে অর্থ সহায়তার অভিযোগে গ্রেপ্তার গার্মেন্ট ব্যবসায়ী এনামুল হকের জবানবন্দি গ্রহণ শেষে কারাগারে পাঠিয়েছেন বাঁশখালীর একটি আদালত।
বৃহস্পতিবার সকালে বাঁশখালীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম সাজ্জাদ হোসেন তাঁর খাস কামরায় এনামুল হকের জবানবন্দি গ্রহণ করেন। পরে আসামিপক্ষের আইনজীবীরা তাঁর জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে জানান বাঁশখালী আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) বিকাশ রঞ্জন ধর।
জঙ্গি সংগঠন শহীদ হামজা ব্রিগেডকে ১৬ লাখ টাকা অর্থ সহায়তার অভিযোগে গত শনিবার ঢাকার টঙ্গী থেকে এনামুল হককে আটক করে। এর আগে গত ১৮ আগস্ট র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব একই অভিযোগে ঢাকা থেকে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শাকিলা ফারজানাসহ তিন আইনজীবীকে গ্রেপ্তার করে।
আটকের পর এনামুল হককে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ডে নেওয়া হয়।