কিশোরীকে উত্ত্যক্তের মামলায় ছাত্রলীগনেতা গ্রেপ্তার

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় কিশোরীকে উত্ত্যক্ত ও তার ভাইকে মারধর করার অভিযোগে দায়ের করা মামলায় স্থানীয় এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার বিকেলে বোয়ালদাড় স্কুল অ্যান্ড কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোকাদ্দেছ আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই কিশোরীর বাবা বাদী হয়ে মোকাদ্দেছ ও তাঁর ভাই বাবর আলীকে আসামি করে মামলাটি করেন।
মামলা সূত্রে জানা গেছে, এক বছর ধরে বোয়ালদাড় স্কুল অ্যান্ড কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোকাদ্দেছ আলী একই প্রতিষ্ঠানের সপ্তম শ্রেণির এক ছাত্রীকে স্কুলে আসা ও যাওয়ার পথে উত্ত্যক্ত করতেন। বিষয়টি ছাত্রীর বড় ভাই কয়েকদিন আগে মোকাদ্দেছের পরিবারকে জানায়। এতে ক্ষিপ্ত হয়ে মোকাদ্দেছ ও তাঁর ভাই বাবর গতকাল বুধবার জহুরুলকে মারধর করেন।
স্থানীয় বাসিন্দা ও কিশোরীর পরিবার জানায়, গতকাল বুধবার সকালে ওই ছাত্রীর বড় ভাই বিরামপুর শহরে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। এ সময় তিনি বোয়ালদাড় স্কুল অ্যান্ড কলেজের কাছে পৌঁছালে মোকাদ্দেছ আলী ও বাবর আলী জহুরুলকে মারধর করেন। তাদের লাঠির আঘাতে জহুরুলের মাথা ফেটে যায়। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন।
এ ব্যাপারে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) মো. মোখলেছুর রহমান জানান, ছাত্রীকে উত্ত্যক্ত এবং তার ভাইকে মারধর করায় মামলা হয়েছে। তাদের বাবা বাদী হয়ে সকালে মামলাটি করেন। এ মামলায় মোকাদ্দেছকে গ্রেপ্তার করা হয়েছে।