রাজশাহী বিএনপি ও ছাত্রদলের ৮ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

উপজেলা কমিটি গঠনের লক্ষ্যে প্রস্তুতি বৈঠক থেকে আটক রাজশাহী জেলা বিএনপি ও ছাত্রদলের আট নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। শুক্রবার রাতে পবা থানার পুলিশ নাশকতার পরিকল্পনার অভিযোগ এনে মামলাটি দায়ের করে। এ মামলায় আটক ব্যক্তিদের আজ শনিবার সাতদিনের রিমান্ডের আবেদন জানিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।
পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, আটক জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আট নেতা-কর্মীর বিরুদ্ধে নাশকতার পরিকল্পনা করার মামলা হয়েছে। শুক্রবার রাতে আটকের পর শনিবার সকালে ওই মামলায় আটক ব্যক্তিদের গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁদের সাতদিনের রিমান্ডের আবেদন জানানো হয়েছে। রোববার বা সোমবার রিমান্ড আবেদনের শুনানি হতে পারে।
গ্রেপ্তার হওয়া নেতা-কর্মীরা হলেন রাজশাহী জেলা বিএনপির সহসভাপতি ও রাজশাহী বার অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাইনুল হাসান পান্না, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমেদ, জেলা বিএনপির সদস্য মনজুরে সাদাত বাবু, জেলা ছাত্রদলের সভাপতি শফিকুল আলম সমাপ্ত, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুলতান আহম্মেদ রাশু, নওহাটা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোজাম্মেল হক, পবার নওহাটা পৌর বিএনপির কর্মী শহীদুল ইসলাম ও সানারুল ইসলাম।
রাজশাহীর পবা উপজেলার নওহাটায় শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে বিএনপির বৈঠকে হানা দিয়ে জেলা বিএনপি ও ছাত্রদলের আট নেতা-কর্মীকে আটক করে পবা থানা পুলিশ।
পবা থানার ওসি আলমগীর হোসেনের দাবি, গোপন বৈঠক করার সময় পুলিশ হানা দিয়ে নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলামের বাড়ি থেকে তাঁদের আটক করেছে।
তবে পুলিশের দাবি প্রত্যাখ্যান করে জেলা বিএনপির সহসভাপতি তোফাজ্জল হোসেন তপু জানান, কেন্দ্রের নির্দেশ অনুসারে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রাজশাহী জেলার বিভিন্ন উপজেলা, পৌরসভা, ইউনিয়ন এবং ওয়ার্ড কমিটি গঠন করতে হবে। সেই লক্ষ্যে গত ৪ সেপ্টেম্বর রাজশাহী নগরীর উত্তরা কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে দলের ইউনিয়ন কমিটি ও পৌরসভার ওয়ার্ড কমিটি এবং ২৭ সেপ্টেম্বরের মধ্যে নয়টি উপজেলা ও ১৪টি পৌরসভা কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপজেলা ও পৌরসভার কমিটি গঠনের কার্যক্রম মনিটরের জন্য নয়টি পৃথক উপকমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে পবা উপজেলা কমিটি গঠনের জন্য যে উপকমিটি গঠন করা হয়েছে, তার প্রধান করা হয়েছে জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট মাইনুল আহসান পান্নাকে। ওই উপকমিটি শুক্রবার রাতে নওহাটা এলাকার বিএনপি নেতা রফিকুল ইসলামের বাড়িতে বৈঠকে বসে পবা উপজেলা বিএনপির সম্মেলন কবে এবং কীভাবে করা হবে, সেই আলোচনাই করছিলেন। পুলিশ সেই বৈঠক চলাকালে সেখানে অভিযান চালিয়ে অ্যাডভোকেট মাইনুল আহসান পান্নাসহ উপকমিটির আট নেতাকে আটক করে গণতান্ত্রিক অধিকার হরণ করেছে।