আশুগঞ্জে ট্রেন লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম রেল বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। আজ রোববার বেলা ১১টার দিকে আশুগঞ্জ রেলস্টেশনের যাত্রাপুর এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মালবাহী ট্রেনটির ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের সহকারী মাস্টার মাইনুল হোসেন জানান, দুর্ঘটনার কারণে ঢাকাগামী সুবর্ণ ও সিলেটগামী কালনীসহ বেশ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে। এতে কয়েক হাজার যাত্রী চরম দুর্ভোগে পড়েছেন। দুর্ঘটনার খবর পেয়ে আখাউড়া রেলওয়ে জংশনের লোকোশেড থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসে পৌঁছেছে। তবে উদ্ধারকারী ট্রেনের ক্রেন না আসায় উদ্ধারকাজ শুরু করতে পারছে না।
ট্রেন স্বাভাবিক হতে কতক্ষণ লাগবে, তা জানাতে পারেননি আখাউড়া রেলস্টেশনের সহকারী নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান।