ময়মনসিংহে ভারতীয় ভিসা সেন্টারের যাত্রা শুরু

ময়মনসিংহে চালু হলো ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র। আজ রোববার বরিশালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ভিসা সেন্টারের উদ্বোধন করেন ভারতের রাষ্ট্রদূত পঙ্কজ শরণ। আগামীকাল সোমবার সকাল ৮টা থেকে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন মাশকান্দা এলাকায় স্থাপিত ভিসা সেন্টারের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।
কাল সকাল থেকে বেলা ১টা পর্যন্ত ময়মনসিংহ ভিসা সেন্টারে ভারতে যাওয়ার ভিসার জন্য আবেদনপত্র জমা দেওয়া যাবে। এ জন্য প্রয়োজনীয় ইউ ক্যাশ সুবিধা দেবে ইউসিবিএল ব্যাংকের ময়মনসিংহ শাখা ।
আজ দেশের আরো দুটি ভিসা সেন্টারের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ময়মনসিংহ সেন্টারটিও উদ্বোধন করা হয়।
উদ্বোধনের সময় ময়মনসিংহ সেন্টারে উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা পরিষদের প্রশাসক জহিরুল হক খোকা, মেয়র ইকরামুল হক টিটু, অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ হারুন অর রশিদ, ইন্ডিয়ান স্টেট ব্যাংকের হেড অব আইটি এসপি বালাসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার ঢাকা শাখার হেড অব ক্রেডিট অ্যান্ড এফএভিপি উত্তম কুমার সাহা জানান, এই কেন্দ্রের মাধ্যমে বৃহত্তর ময়মনসিংহের ছয় জেলার ভারতীয় ভিসা প্রত্যাশী মানুষকে আরো সহজে বেশি সেবা দেওয়া সম্ভব হবে ।