‘সৎ রাজাকার, পরহেজগার জঙ্গি বলে কিছু নেই’

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘মনে রাখবেন সৎ রাজাকার বলে কিছু নেই। পরহেজগার জঙ্গি বলে কিছু নেই। সব রাজাকার, সব জঙ্গি হচ্ছে মানুষরূপী দানব। সুতরাং দানব আর মানব একসঙ্গে কাজ করতে পারে না।’
আজ রোববার খুলনায় বেতার কেন্দ্র চত্বরে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি ভাস্কর্যের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন হাসানুল হক ইনু।
তথ্যমন্ত্রী বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনার এবং মুক্তিযুদ্ধের মাপকাঠিতে আজ অবধি যা ঘটেছে বাংলাদেশে তার পরীক্ষা করে নিবেন। ওই পরীক্ষায় যদি কেউ টেকে তাহলে পাস নম্বর পাবে। পরীক্ষায় না টিকলে তাঁকে রাজনীতি, সমাজনীতি থেকে বিদায় জানাতে হবে। মীর জাফরের মতো স্বপক্ষ ত্যাগ করে বাংলায় কথা বলে তেমন আলবদর রাজাকাররা গোলাম আজম চক্ররা পাকিস্তানের পক্ষ নেওয়ার মধ্য দিয়ে তাঁরা দ্বিতীয় বেঈমানের ঘটনা ঘটায়। আবার তারা পেছন থেকে ছোবল হানল। ১৫ আগস্ট ভোর রাতে জাতির পিতাকে হত্যা করল। তাঁর পরিবারের বেশির ভাগ সদস্যকে হত্যা করল। এই বেঈমানির ঘটনার নেতৃত্ব দিল খন্দকার মোশতাক আহমেদ। স্বপক্ষেরই লোক,কিন্তু পক্ষ ত্যাগ করে জাতির পিতাকে হত্যা করল।’
বাংলাদেশ বেতারের মহাপরিচালক নারায়ন চন্দ্র শীলের সভাপতিত্বে এই অনুষ্ঠানে বক্তব্য দেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম, সংসদ সদস্য মিজানুর রহমান, তথ্য মন্ত্রণালয়ের সচিব আবদুল মালেক, জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ ও মো.জাকির হোসেন।
এর আগে তথ্যমন্ত্রী খুলনা বেতার কেন্দ্র চত্বার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি ভাস্কর্য উদ্বোধন করেন। এ সময় তিনি জাদুঘরসহ চত্বর ঘুরে দেখেন।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো.আমিন উল আহসান,অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার মো.রকিবুল ইসলাম,বাংলাদেশ বেতারের উপ মহাপরিচালক (বার্তা) হোসনে আরা তালুকদার, প্রধান প্রকৌশলী মো. কামরুজ্জামান, উপমহাপরিচালক (অনুষ্ঠান) সালাউদ্দীন আহমেদ এবং পরিচালক (প্রশাসন ও অর্থ) খান মো. রেজাউল করিম।
এর আগে তথ্যমন্ত্রী আট কোটি ২৯ লাখ ৯১ হাজার টাকা ব্যয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের ফলক উন্মোচন করেন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।
বাংলাদেশ বেতারের সহযোগিতায় তথ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধায়নে খুলনা গণপূর্ত বিভাগ বঙ্গবন্ধু স্মৃতি ভাস্কর্যটি নির্মাণ করেছে।